নিজস্ব প্রতিবেদক :
“অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্য নিয়ে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়ন ও টেকসই ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চকরিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। সোমবার সকালে চকরিয়া উপজেলা প্রশসান ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়। এছাড়া একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিলনায়তনে এসে শেষ হয়। পরে প্রান্তিক পর্যায়ের মৎস্যচাষী ও মৎস্যজীবিদের সাথে আলোচনা সভা অনুষ্টিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আনোয়ারুল আমিন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব, স্বাগত বক্তব্য রাখেন সামুদ্রিক মৎস্য কর্মকর্তা এ জেড এম মোছাদ্দেকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আরিফ উদ্দিন, উপজেলা প্রকৌশলী গোলাম মোস্তফা, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইফতেখার আহমেদ।
বক্তারা বলেন, বাংলাদেশ এখন মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পুর্ণ হলেও দেশীয় প্রজাতির মাছের টিকে থাকার জন্য বিশেষ উদ্যোগ নিতে হবে। চাষিদের এ বিষয়ে আরও মনযোগী হতে হবে। নইলে অনেক দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে যাবে। অনুষ্টানে স্বাদু পানির মৎস্য উৎপাদনে সাফল্যের স্বীকৃতি স্বরুপ আবদুল হামিদ, কাঁকড়া চাষ ও মোটাতাজাকরণে মোহাম্মদ কাজল হোছাইন ও চিংড়ি উৎপাদনে সাফল্যের জন্য মো. শহিদুল ইসলামকে পুরস্কৃত করা হয়। ##
Leave a Reply