1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

খুটাখালীতে বিট কর্মকর্তা সহ ৫ বনকর্মীর উপর হামলাঃছিনিয়ে নিল গাছভর্তি গাড়ী

  • পোস্টিং সময় : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় অভিযানে গেলে বিট কর্মকর্তা সহ ৫ বনকর্মীর উপর চিহ্নিত বনখেকোদের হামলায় গুরুতর আহত হয়েছেন বনকর্মীরা।পরে ছিনিয়ে নেওয়া হয়েছে গাছভর্তি গাড়ী। গত রবিবার রাত ৯টার দিকে বনখেকোদের হামলার ঘটনা ঘটেছে।

বনবিভাগ সূত্রে জানা গেছে,কক্সবাজার উত্তর বনবিভাগের,ফুলছড়ি রেঞ্জাধিন,খুটাখালী বনবিটের অধিন সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে অবৈধভাবে ঢুকে সেগুনবাগিচা নামক এলাকার চিহ্নিত বনখেকোরা আকাশমণি গাছ কেটে পাচারকালে খবর পেয়ে সংশ্লিষ্ট বিটকর্মকর্তা ও বনকর্মীরা অভিযান চালিয়ে গাছ উদ্ধার করেন।এমতাবস্থায় চিহ্নিত বনখেকোরা পরিকল্পিত ভাবে তাদের উপর হামলা চালিয়ে ৫বনকর্মীকে গুরুত্বর আহত করে গাছগুলো নিয়ে যায়।

খুটাখালী বিট কর্মকর্তা নাজমুল ইসলাম জানান-রবিবার রাত ৯টার দিকে বনাঞ্চল থেকে আকাশমণি গাছ কেটে গাড়ী যোগে পাচার করতে যাচ্ছে।এমন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে গাড়ী সহ গাছ আটক করি।এমতাবস্থায় ওই এলাকার বনখেকো ফারুকের নেতৃত্বে রেজাউল,আনোয়ার,৫নং ওয়ার্ডের শাহাবুদ্দিন সহ আরো ২০/২৩ জন অর্তকিতভাবে শক্ত লাঠিসোটা নিয়ে এসে আমাদেরকে বেধড়ক মারধর করে ৫জনকে গুরুতর আহত করেছে।পরে বনখেকোরা আটককৃত গাড়ী আর নিয়ে যায়।তারা যাওয়ার পথে ভবিষতে এধরণের অভিযান করা জন্য আসলে সুস্হ শরীরে যেতে দিবে না হুমকি দিয়ে গেছেন।আমি যতটুকু জেনেছি-তাদের মধ্যে ফারুক,রেজাউল,আনোয়ার সহ আরো কয়েকজনের নামে বন,ডাকাতি,ছিনতাই সহ ডজনের উপরে মামলা রয়েছে,বাকীদের নামে মামলা আছে বলে জেনেছি।

এবিষয়ে ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক (এসিএফ) রাশিক আহসান বলেন-অভিযানে গিয়ে পাচারকারী সহ গাড়ীভর্তি গাছ আটক করার সাথে-সাথে বনখেকোরা হামলা করে আমার ৫বনকর্মীকে গুরুতর আহত করেছে।পরে আটককৃত গাছগুলো নিয়ে গেছে।আমি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।সুতরাং হামলাকারী আর বনখেকোদের বিরুদ্ধে থানা এজাহার দিয়েছি সঙ্গে বন আইন মোতাবেক পিআর মামলা দায়ের করা হচ্ছে জানিয়েছেন একর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!