জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত আর পরিবেশনের দায়ে এক বেকারিকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেন উপজেলার ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে চকরিয়া মগবাজার এলাকার আর-রহমান বেকারিতে অভিযানটি পরিচালনা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপায়ন দেব।তিনি বলেন-মগবাজার আর-রহমান বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রস্তুত ও বিক্রয়ের অপরাধে ভোক্তা সংরক্ষণ আইনে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।ভোক্তা অধিকার আইন মোতাবেক খাদ্য প্রস্তুত আর পরিবেশন করার জন্য পরামর্শ দেওয়া হয়,অন্যথায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ ধরণের অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
Leave a Reply