জিয়াউদ্দিন ফারুকঃ
কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ মিমাংসার কথা বলায় সরোয়ার ওসমান (৪৮) নামে এক বিএনপি নেতাকে ছুরিকাঘাত করে পিতাপুত্রসহ ছয় সন্ত্রাসী হত্যা চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের সামনে কোর্ট সেন্টার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সরোয়ার ওসমান চকরিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাহারিয়াঘোনা এলাকার আবদুল খালেক সিকদারের ছেলে ও ওয়ার্ড বিএনপির সভাপতি।
আহত সরোয়ার ওসমান বলেন, কয়েকদিন আগে আমার মামাতো ভাই জামসেদ হোসেন এর সাথে কাহারিয়াঘোনা এলাকার জনৈক মো. ইছমাইলের সাথে জমির বিরোধ নিয়ে কথা-কাটাকাটি হয়। জামসেদ হোসেন এর পক্ষ হয় উভয় পক্ষকে নিয়ে মিমাংসার কথা বলেন সরোয়ার ওসমান।
এ নিয়ে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সকালে ইসমাইল, তার দুই ছেলে অর্ণব, অনিক ও জয়নাল আবেদীনসহ ৬ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কোর্ট সেন্টার এলাকায় অতর্কিত হামলা চালায়। এ সময় ছরিকাঘাত করতে গেলে হাতে গুরুতর আঘাত পান। স্থানীয় লোকজন সরোয়ারকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ার জানান, বিষয়টি কেউ জানায়নি। এজাহার দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply