1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
“বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, জাতীয় বিশ্ববিদ্যালয় শাখার একদিনের স্বপ্নযাত্রা” চকরিয়ায় ভূয়া নৌ-বাহিনীর সদস্য পরিচয়কারী নারী-পুরুষ গ্রেফতার চকরিয়ায় যাত্রীবাহী বাস আর সিএনজির মুখোমুখি সংঘর্ষ নিহত-২ বান্দরবানের মেঘলা মিনি চিড়িয়াখানা বন্ধ ঘোষণা গাজা ‘গণকবরে’ পরিণত: ডক্টরস উইদাউট বর্ডারস বাংলা নববর্ষে বান্দরবানে নববর্ষ ১৪৩২ উদযাপন বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে ‘মাহাঃ সাংগ্রাই পোয়েঃ’ উদযাপন বৈশাবী উৎসবে বান্দরবান সেনাজোনের আর্থিক সহায়তা বিতরণ চকরিয়ায় সাংবাদিক শাহ আলমের উপর হামলা ও রাইচমিল লুটের ঘটনায় দুই মামলা লামায় দুর্বৃত্তের আগুনে পুড়ে গেল অসহায় পরিবারের বসতঘর

উখিয়ার তিন সংবাদকর্মীর বিরুদ্ধে আদালতে চাঁদাবাজি মামলা

  • পোস্টিং সময় : রবিবার, ৩১ ডিসেম্বর, ২০২৩

শাহী কামরানঃ কক্সবাজার জেলার উখিয়া উপজেলার তিন সংবাদকমীর্র বিরুদ্ধে কক্সবাজার আদালতে চাঁদাবাজি মামলা দায়ের। গতকাল ৩১ই ডিসেম্বর রবিবার কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা হয়। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার পুলিশ ব্যুরো অভ ইনবেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।

উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত হাজ¦ী হাকিম আলীর ছেলে চায়না বিশ^বিদ্যালয় শিক্ষার্থী প্রকৌশলী বশির আহমদ বাদী হয়ে এই মামলা দায়ের করেন। যার মামলা নং সিআর ৮৮৪/২৩ইং।
মামলার চারজন আসামী তৎমধ্যে সংবাদকমীর্ মুসলিম উদ্দীন (২৬), আশিকুর রহমান (২৫), তারেকুর রহমান (২৪) এবং আব্দুর রহিম (২৮) নামের এক সাধারন যুবক।

মামলার এজাহারে উল্লেখ রয়েছে, চায়না বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া প্রকৌশলী বশির আহমদ নিজ গ্রামে ভবনের উদ্দেশ্যে একটি নিমার্ণ কাজ শুরু করেন। উক্ত ভবন নিমার্ণাধীন গত ২৯ই ডিসেম্বর ২০২৩ ইং উল্লেখিত আসামীরা অনধিকার প্রবেশ করেন। এক পর্যায়ে ভবণ নিমার্ণে বাধা দিয়ে ১০ (দশ) লাখ টাকা চাঁদা দাবি করে বসেন। এবং চাঁদা অনাদায়ে ভবণ নিমার্ণের কাজ বন্ধ রাখতে হুমকি ধমকি দেন। এক পযার্য়ে বাদী প্রতিবাদ করায় তাকে মারধর করার অভিযোগও উল্লেখ রয়েছে। ওই দিন রাত অভিযু্ক্তরা তাদের সাঙ্গপাঙ্গো নিয়ে ভবণ নির্মাণাধীন স্থাপনা হতে রড,সিমেন্ট,গাছ সহ প্রায় তিন লক্ষ টাকা সমমূল্যের মালামাল লুট করেন বলে অভিযোগ তুলেন।

মামলার বাদী প্রকৌশলী বশির আহমদ বলেন, আমি একজন বিশ্বিবিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। আমি দেশের প্রচলিত আইন মান্যকারী একজন নাগরিক। আমি ছোট্র একটি ঘর নির্মাণ করতে গিয়ে তাদের ১০ লাখ টাকা চাঁদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তারা অনধিকার চর্চা করে আমার ভবণ নিমার্ণাধীন যায়গায় এসে চাঁদা দাবি করে,রাতের অন্ধকারে আমার মালামাল লুট করে, নিমার্ণ শ্রমিকদের মারধর করে যার যথেষ্ট স্বাক্ষী আমার কাছে রয়েছে। তিনি আরো বলেন, প্রচলিত আইনে এটির সুষ্টু তদন্ত আশা করেন ও দেশের সবোর্চ্চ আদালতে তাদের শাস্তি দাবি করেন।

অভিযোগের ব্যাপারে ১নং অভিযুক্ত সংবাদকর্মী মুসলিম উদ্দীন বলেন, এখনো কি মামলা হয়েছে, সে কি অভিযোগ লিখেছে আমি অবগত নয়। বশির আহমদের বিরুদ্ধে একটি সংবাদ প্রকাশ করায় সে আমার বিরুদ্ধে লেগেছে। সংবাদের জেরে সে আমার বিরুদ্ধে মামলা করেছে হতে পারে। কথার প্রসঙ্গে মামলার বাদী বশির আহমদকে সে বিভিন্ন মামলার আসামি বলে দাবি করে। এমনকি চায়নায় সে জেএমবির ট্রেনিং করছে ও জেএমবির সদস্য বলে দাবি করে। এবং তার কাছে তথ্য প্রমান আছে বলে জানান। চায়নাতে কি কোন জেএমবি সংগঠন আছে বা বাংলাদেশের কোন অপরাধী চায়নায় স্কলার নিয়ে পড়ালেখা করতে পারে এমন প্রশ্নের উত্তরে কোন সদোত্তর পাওয়া যায়নি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!