নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পে পৃথক তিনটি পাহাড় ধসের ঘটনায় ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান বুধবার সকালে গণমাধ্যমকে বলেন, “সকালের বিভিন্ন সময়ে এসব পাহাড় ধসের ঘটনা ঘটেছে। ৮,৯,১০ ও ১৪ নম্বর ক্যাম্পে পাহাড় ধসের এসব ঘটনা ঘটেছে। উদ্ধারকাজ চলছে। এ পর্যন্ত ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।”
ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা এপিবিএন-৮ এর অধিনায়ক আমির জাফর বলেন, “নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক; বাকি সাতজন রোহিঙ্গা। ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালাচ্ছে।”
শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয় থেকে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আশ্রয়কেন্দ্রের অনেক বসতি রয়েছে পাহাড় ঘেঁষে। পাহাড় ধসে জানমাল এড়াতে লোকজনকে নিরাপদে সরে যেতে এলাকায় মাইকিং করা হচ্ছে।
Leave a Reply