1. coxsbazarshomachar@gmail.com : admin :

চকরিয়ায় প্রধানমন্ত্রীর উপহার ৭৮৭ শিক্ষার্থী মোবাইল ট্যাবলেট পেয়ে উচ্ছ্বসিত

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

আধুনিক ও তথ্য-প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন করাসহ স্মার্ট শিক্ষার্থী হিসেবে নিজেকে গড়ে তোলার লক্ষ্যে সারাদেশের ন্যায় কক্সবাজারের চকরিয়া উপজেলার মাধ্যমিক স্তরের (মাদরাসাসহ) ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৮৭ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছে মোবাইল ট্যাবলেট। মূলত: প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারস্বরূপ এই মোবাইল ট্যাবলেট আনুষ্ঠানিকভাবে হাতে হাতে বিতরণ করা হয়েছে এসব শিক্ষার্থীর মাঝে।

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের যৌথ আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদের সুগন্ধা হলরুমে এই মোবাইল ট্যাবলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও জেপি দেওয়ান। এতে অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মকছুদুল হক চুট্টু, জেলার সহকারী পরিসংখ্যান কর্মকর্তা ফারুকুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরুল কবির (চকরিয়া), সাইফুল ইসলাম (লামা), মিসবাউল ইসলাম মুন্না (সদর), চকরিয়া প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা নন্দন পাল, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক তপন মল্লিক প্রমুখ।

চকরিয়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা নুরুল কবির জানান, সরকার সারাদেশে এসব মোবাইল ট্যাবলেট দিয়ে জনশুমারির কার্যক্রম সম্পন্ন করেন। এর পর সেই মোবাইল ট্যাবলেটগুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহারস্বরূপ মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের বিভাগভিত্তিক এক, দুই ও তিন নম্বর মেধাক্রমের শিক্ষার্থীদের মাঝে বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়। সেই হিসেবে প্রতিটি প্রতিষ্ঠানের ১৮ জন করে মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয়েছে এই মোবাইল ট্যাবলেট।

তিনি আরও জানান, উপজেলার ৫৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির ৭৮৭ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে এই মোবাইল ট্যাবলেট। তন্মধ্যে দুটি (বালক ও বালিকা) সরকারি উচ্চ বিদ্যালয়, ৩৪টি এমপিওভুক্ত উচ্চ বিদ্যালয় এবং ২৩টি মাদরাসা রয়েছে।

ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, ‘ডিজিটাল বাংলাদেশের পর ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন। সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং প্রতিটি শিক্ষার্থী যাতে আধুনিক ও তথ্য-প্রযুক্তিনির্ভর জ্ঞান অর্জন করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে সেজন্যই এই উদ্যোগ।’

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!