জিয়াউল হক জিয়া :
চকরিয়া উপজেলার ডুলাহাজারায় ডাকাতি প্রতিরোধ ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (২৩)। পরে অস্ত্রসহ তিনজন ডাকাতকে জনগণের সহযোগিতায় আটক করা হয়।
মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ডুলাহাজারার ৭নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকার শান্তিপ্রিয় সর্বস্তরের জনগণ। ভয় ভীতি দুর করি,সন্ত্রাসমুক্ত ডুলাহাজারা-মালুমঘাট গড়ি শ্লোগানে বিশাল মিছিল বের করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, একজন সেনা কর্মকর্তাকে হত্যার মতো দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের যেকোন মূল্যে পাকড়াও করতে হবে। অন্যথায় এসব চোর,ডাকাত, সন্ত্রাসীদের অপতৎপরতা আরো বেড়ে যাবে।
সমাবেশে বক্তব্য রাখেন -ডুলাহাজারা ইউপির প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, মেম্বার আবু ছালেহ, মেম্বার ফরিদ উদ্দিন, মালুমঘাট সাংগঠনিক বিএনপির জসিম উদ্দিন, ব্লাড ব্যাংক সোসাইটির প্রতিষ্ঠাতা সমন্বয়ক মিজানূর রহমান উপস্থিত ছিলেন।
Leave a Reply