জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় ট্রাকের চাপায় ফাহমিদুল হাসান তামিম(২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কস্হ ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটেছে।
নিহত-ফাহমিদুল হাসান তামিম (২২) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রংমহল এলাকার মৃত রুহুল আমিন সওদাগরের ছেলে।
দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানা ইন্সপেক্টর (ইনচার্জ) মনিরুজ্জামান।
স্হানীয়দের বরাত দিয়ে তিনি জানান-মোটরসাইকেল আরোহী তামিম মালুমঘাট ষ্টেশন থেকে বাড়ী ফিরার পথে ঘটনাস্থলে পৌঁছলে এসময় একটি পাওয়ার টিলার গাড়ীর সঙ্গে হয়তো ধাক্কা লাগে।এমতাবস্থায় মোটরসাইকেল থেকে তামিম ছিড়কে সড়কে পড়লে এসময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকগাড়ীর চাপায় পড়ে সে ঘটনাস্হলে মারা যায়।
পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন এবং দূর্ঘটনা কবলিত ট্রাক গাড়ীটি জব্দের চেষ্টা চলছে।পরবর্তীতে দূর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
Leave a Reply