জিয়াউল হক জিয়া :
চকরিয়া উপজেলার হারবাং,ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১টি ডাম্পার গাড়ী,২টি ড্রেজার মেশিন জব্দ ও ১টি মেশিন ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে হারবাং,বিকেল ৪টায় ডুলাহাজার ও সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে খুটাখালীতে অভিযান পরিচালনা করেন,ভ্রাম্যমাণ্য আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফান উদ্দিন বলেন-উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজার পাড়া নামক স্হানের ছড়া থেকে ১টি ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছি। এটি উঠানোর মত সুযোগ ছিলনা। তাছাড়া ওই স্হান থেকে বালু উত্তোলনের বিষয়ে পরিবেশের মামলাও রয়েছে।পরে ডুলাহাজারা ইউনিয়নস্হ সাফারী পার্কের পূর্বপাশে লাগোয়া দাঙ্গারবিলস্হ চলমান ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারকারী ১টি ডাম্পার গাড়ী আটক করি ও খুটাখালীর বাজারস্হ মহাসড়কের ব্রীজ লাগোয়া পূর্বপাশে ছড়া থেকে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
অভিযানে চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের তফসিলদার মনছুর আলম,খুটাখালী ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীসহ আনসার সদস্যরা নেন।
Leave a Reply