নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজারের চকরিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন করা হয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনি’র পর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন কর্তৃক বীর মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনা প্রদান করা হয়।
সকাল ৬ টা ২২ মিনিটে তোপধ্বনির পর সর্বপ্রথম পুষ্পস্তবক অর্পণ করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। এরপর পুলিশের পক্ষ থেকে চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রাকিবুর রাজা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মন্জুরুল কাদের ভূঁইয়া’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর চকরিয়া উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে সভাপতি ইবনে আমিন ও সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথ এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি রফিক আহমদ, সহ-সভাপতি মন্জুর আলম, সহ-সাধারণ সম্পাদক মনসুুর মহসিন, দপ্তর সম্পাদক আবদুল হামিদসহ অন্যরা।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তন সুগন্ধায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফান উদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা হাজী আবু মোহাম্মদ বশিরুল আলম, মো. যোবায়ের, শামসুল হুদা বিএসসি । এছাড়া অনুষ্টানে শহীদ ও মারা যাওয়া বীর মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে তাদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনজুর কাদের ভুঁইয়া, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
Leave a Reply