জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের পেকুয়ায় পাচারের সময় তিনটি ডাম্প ট্রাক ভর্তি মাছ জব্দ করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কলেজ গেইট চৌমুহনী স্টেশনে পেকুয়া থানা পুলিশ গাড়িসহ মাছ জব্দ করেন।
আজ সোমাবার সকাল সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী মাছগুলো নিলামে দেন। নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সরাসরি সর্বোচ্চ ডাককারী ৪লাখ টাকায় মাছগুলো ক্রয় করেন। মাছ ব্যবসায়ীদের ধারণা জব্দকৃত মাছের আনুমানিক মুল্য ৬লাখ টাকা হবে।
জানাগেছে, বর্তমানে সাগরে সব ধরণের মাছ আহরণে ওপর নিষেধাজ্ঞা রয়েছে। তবে সরকারের এ সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একটি সিন্ডিকেট মগনামা জেটিঘাট থেকে গভীররাতে ডাম্পট্রাক ভর্তি করে মাছ পাচার করে আসছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মাঈনুল হোসেন চৌধুরী বলেন, ৪লাখ টাকায় জব্দকৃত মাছ নিলাম দেওয়া হয়েছে। তবে মানবিক দৃষ্টিকোণে দুই লক্ষ টাকা মাছের মালিককে দিয়েছি। বাকি টাকা সরকারের কোষাগারে জমা হয়েছে।
তিনি আরো বলেন, ৬৫ দিনের জন্য সাগরে মাছ ধরা সম্পুর্ণ নিষেধ রয়েছে। এরপরেও কিছু অসাধু ব্যবসায়ী প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে মাছ পাচারের চেষ্টায় জড়িত রয়েছে। ভবিষ্যতে যারা এ ধরণের কাজে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply