1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বাসযাত্রীর পেট থেকে ১৯০০ ইয়াবা উদ্ধার কক্সবাজারে পাসপোর্ট ও সদর হাসপাতাল এলাকা থেকে দালালচক্রের ৪ সদস্য আটক আলীকদমে নারী সমাবেশ ও জুলাই আন্দোলনের ডকুমেন্টারি প্রদর্শন চকরিয়ায় গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ লামায়-জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত চকরিয়ায় শহীদ আহসান হাবিবের কবরে কক্সবাজার জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন আলীকদমে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৫’ পালিত জুলাই স্মরণে চকরিয়ায় জামায়াতের বিশাল গণমিছিল অনুষ্ঠিত খুটাখালীতে ওয়ার্ড বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন অবশেষে অপহ্নত শিশু বাপ্পি মুক্তিপণের বিনিময়ে মুক্ত

চকরিয়ায় গণঅভ্যুত্থান বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চকরিয়ায় বিশাল বিজয় মিছিল করেছে। মঙ্গলবার বিকেলে চকরিয়ায় বিএনপির উপজেলা ও পৌর বিএনপি পৃথক সমাবেশ ও সম্মিলিতভাবে বিশাল বিজয় মিছিল করেছে পৌর শহরে। বিএনপির চকরিয়া পৌরসভা কমিটির অধীন পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে এবং উপজেলা কমিটির অধীন ১৮টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে  সমাবেশে ও মিছিলে যোগদান করেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদ এর প্লেকার্ড প্রদর্শন করেন। চকরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন পৌর বাস টার্মিনালে এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন সিস্টেম কমপ্লেক্স ভবনের সামনে সমাবেশ করে। উপজেলা বিএনপির সভায় আহবায়ক এনামুল হক ও পৌর বিএনপির সভায় আহবায়ক নুরুল ইসলাম হায়দারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আরও পরে বিকেল সোয়া ৫টার দিকে পৌর বাস টার্মিনাল থেকে বের হওয়া মিছিলের সাথে সিস্টেম কমপ্লেক্সের সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও যোগ দিলে বিশাল মিছিলের রূপ নেয়। মিছিলটি চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক ধরে জনতা শপিং কমপ্লেক্সে এসে নেতাকর্মী নেচে গেয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েন।

জনতা শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত যৌথ সমাপনী সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম হায়দার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!