নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চকরিয়ায় বিশাল বিজয় মিছিল করেছে। মঙ্গলবার বিকেলে চকরিয়ায় বিএনপির উপজেলা ও পৌর বিএনপি পৃথক সমাবেশ ও সম্মিলিতভাবে বিশাল বিজয় মিছিল করেছে পৌর শহরে। বিএনপির চকরিয়া পৌরসভা কমিটির অধীন পৌরসভার ৯টি ওয়ার্ড থেকে এবং উপজেলা কমিটির অধীন ১৮টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে ও মিছিলে যোগদান করেন। এসময় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান ও সালাহউদ্দিন আহমদ এর প্লেকার্ড প্রদর্শন করেন। চকরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন পৌর বাস টার্মিনালে এবং পৌর বিএনপি ও অঙ্গ সংগঠন সিস্টেম কমপ্লেক্স ভবনের সামনে সমাবেশ করে। উপজেলা বিএনপির সভায় আহবায়ক এনামুল হক ও পৌর বিএনপির সভায় আহবায়ক নুরুল ইসলাম হায়দারসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
আরও পরে বিকেল সোয়া ৫টার দিকে পৌর বাস টার্মিনাল থেকে বের হওয়া মিছিলের সাথে সিস্টেম কমপ্লেক্সের সমাবেশে উপস্থিত নেতাকর্মীরাও যোগ দিলে বিশাল মিছিলের রূপ নেয়। মিছিলটি চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ক ধরে জনতা শপিং কমপ্লেক্সে এসে নেতাকর্মী নেচে গেয়ে আনন্দ উল্লাসে ফেটে পড়েন।
জনতা শপিং কমপ্লেক্সে অনুষ্ঠিত যৌথ সমাপনী সমাবেশে সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহবায়ক নুরুল ইসলাম হায়দার। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক।
Leave a Reply