টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে নাফ ট্যুরিজম পার্ক থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া খালের উত্তরে নাফ ট্যুরিজম পার্কের এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া না গেলেও আনুমানিক বয়স ২৭ বছর বলে ধারণা করা হচ্ছে।
টেকনাফ থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ বলেন, বৃহস্পতিবার দুপুরের টেকনাফের কাটাবনিয়া খালের উত্তরে নাফ ট্যুরিজম পার্কের পতিত এলাকায় এক ব্যক্তির মৃতদেহ পড়ে থাকার খবর দেয় স্থানীয়রা।
পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেছে। লাশটি পঁচে অর্ধগলিত অবস্থায় পাওয়া যায়। এতে চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, অন্তত: সপ্তাহখানেক আগে তাকে খুন করে ফেলে যায় দূর্বৃত্তরা।
ওসি জানান, ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
Leave a Reply