1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বসুন্ধরা গ্রুপের বিদেশে থাকা সম্পদ জব্দের আদেশ এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল তারেক রহমানসহ সব আসামি খালাস আলীকদমে বিএনপির সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত চকরিয়ায় পুলিশ সেজে ডাকাতি করা ৫২টি ব্যাটারী উদ্ধারঃ গাড়ী জব্দ, আটক-১ চকরিয়ায় গভীর রাতে পুলিশ পরিচয়ে বাড়িতে ঢুকে লুটপাট, হামলায় পাঁচ নারী আহত, অপহৃত এক গৃহবধূ ভারতের দ্বিচারিতা ‘নিন্দনীয় ও আপত্তিকর’: আসিফ নজরুল চকরিয়ায় নারী উদ্যোক্তাদের পরিচালনায় ভিন্নধর্মী ব্যবসা কেন্দ্র “নিত্যদিনের বাজার” ভয়েস অব আমেরিকার জরিপ: সংখ্যালঘুরা ‘আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছে’ চকরিয়ায় পুলিশ সেজে টমটম গ্যারেজে ডাকাতিঃ আহত-১

চকরিয়ায় পুলিশ সেজে ডাকাতি করা ৫২টি ব্যাটারী উদ্ধারঃ গাড়ী জব্দ, আটক-১

  • পোস্টিং সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪

জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী পাওয়ার হাউজ”টমটম গ্যারেজ থেকে রাতের আধারে পুলিশের পোশাক পরিধান করে অস্ত্র সজ্জিত হয়ে ডাকাতি করে নিয়ে যাওয়া ৫৩টি ব্যাটারীর মধ্যে ৫২টি উদ্ধার সহ বহনকৃত মিনিট্রাক গাড়ী জব্দ ও জড়িত ১ জনকে আটক করেছে থানা পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার বহদ্দারকাটা এলাকার একটি বাড়ী থেকে ব্যাটারী,গাড়ী সহ কিছু ডাকাতির সরঞ্জামপাতি উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি হচ্ছেন- মোঃ আসিফ,পৌরসভার ৪নং ওয়ার্ডের ভরামূহুরী এলাকার জাহাংগীর আলমের ছেলে।

তদন্ত কর্মকর্তা এসআই ইমরুল হক ডাকাতি হওয়া মালামালের প্রায় সবটুকু উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান-গত ২৮ নভেম্বর রাতে খুটাখালী পাওয়ার হাউজ নামক টমটম গ্যারেজ থেকে ডাকাতি করে নিয়ে যাওয়া ৫২টি ব্যাটারী বহদ্দারকাটা এলাকার একটি বাড়ী থেকে উদ্ধার করি। এসময় ডাকাতির কিছু সরঞ্জামপাতি,বহনকৃত গাড়ী সহ আসিফ নামের একজনকে আটক করি। উদ্ধারকৃত ব্যাটারীর আনুমানিক মূল্য ৮লাখ টাকা। তবে বহনকৃত গাড়ীটির রং ছিল সবুজ আর ডাকাতির পরে সাদা রং মেখে ভিন্ন রূপ দেওয়া হয় ।

মামলার বাদী লিটন জানান-চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূইঁয়া ও এসআই ইমরুল হক সহ সহযোগিতাকারী খুটাখালী ইউনিয়ন বিএনপির সম্পাদক সাদেকুর রহমান ও আরো কয়েকজন নেতার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!