1. coxsbazarshomachar@gmail.com : admin :

২০০ বিলিয়ন ডলার দান করবেন বিল গেটস

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ

দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০০ বিলিয়ন মার্কিন ডলার দান করার ঘোষণা দিয়েছেন বিল গেটস। আগামী ২০৪৫ সালের মধ্যে তাঁর দাতব্য সংস্থার মাধ্যমে তিনি ওই সহযোগিতা করবেন।

বিশ্বের অন্যতম ধনী ও মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।

গেটস কড়া ভাষায় আরেক ধনাঢ্য ব্যক্তি ইলন মাস্কের সমালোচনা করেন। তাঁর অভিযোগ যুক্তরাষ্ট্রের বিদেশি অনুদান কমানোর মাধ্যমে মাস্ক বিশ্বের দরিদ্রতম শিশুদের হত্যা করছেন।

৬৯ বছর বয়সী গেটসের আশা তাঁর দেওয়া অর্থের মাধ্যমে পোলিও, ম্যালেরিয়া এবং নারী ও শিশুর জন্য ঝুঁকিপূর্ণ কিন্তু প্রতিরোধযোগ্য রোগগুলো দূর করা সম্ভব হবে। পাশাপাশি বিশ্বে দরিদ্রতা কমাতে ভূমিকা পালন করবে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বাজেট থেকে বিদেশি অনুদানে বেশ কাটছাঁট করেছে। যা করা হয়েছে মাস্ক নেতৃত্বাধীন সরকারি কর্মদক্ষতা বিভাগ থেকে। এ কারণে মাস্কের সমালোচনায় মুখর বিল গেটস।

গেটস বলেন, ‘বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি বিশ্বের দরিদ্রতম শিশুদের হত্যা করছে, দৃশ্যটি সুখকর নয়।’

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মৃত্যুহার বেড়ে যাওয়ার বিষয়ে সতর্ক করে দেন গেটস। তিনি বলেন, ‘শিশুদের বাঁচিয়ে রাখার জন্য সরকারগুলো কিছু করবে, এটা আমার প্রত্যাশা।’

গেটস নিজের ওয়েবসাইটে লিখেছেন, ‘আমি যখন মারা যাব তখন মানুষ অনেক কথা বলবে। কিন্তু মানুষটি ধনী অবস্থায় মারা গেছে- এ কথা যেন না বলে।’তিনি বলেন, ‘বিশ্বের ধনী দেশগুলো দরিদ্র মানুষের পাশে থাকা চালিয়ে যাবে, বিষয়টি এখনও পরিষ্কার না

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com
error: Content is protected !!