জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ার মরহুম সাংবাদিক এসএম হান্নান শাহ’র পরিবারকে আর্থিক সহযোগিতা করাসহ ভবিষ্যতেও পাশ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে পরিবারের কাছে আর্থিক সহযোগিতা প্রদান চেক তুলে দেওয়া হয়েছে।
এলাকাবাসী জানান-দীর্ঘদিন জঠিল রোগে আক্রান্ত হয়ে গত ১০ জানুয়ারী চমক হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই কন্যা ও এক ছেলে সন্তান দুনিয়াতে রেখে যান।মরহুমের জীবদ্দশায় তেমন কোন সহায় সম্পদ ছিল না,জমানো কোন টাকা-পয়সাও নেই বলে জানান।
তিনি সাংবাদিকতা পেশায় থাকাকালে সাদামাটা জীবন যাপন করেছেন বলেই তাঁর মৃত্যুর পরে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন শুভানুধ্যায়ীরা সাধ্যমত সহযোগিতার হাত বাড়ান,পাশাপাশি সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আর্থিক সহযোগিতা দিয়ে স্ত্রী,সন্তানের জীবন নির্বাহের সহযোগিতার করে পাশে দাঁড়ান।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ার বলেন-মরহুম সাংবাদিক এসএম হান্নান শাহ এর পরিবারের বিষয়ে কর্মরত সহকর্মীরা অবগত করেন। তাই সততা আর নিষ্ঠাবান ছিলেন তিনি। এমন কি তাঁর পরিবার এখন আর্থিক সংকটে রয়েছেন জেনে বুধবার সকালে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায় প্রদান করি।মরহুম সাংবাদিক এসএম হান্নান শাহ এর পরিবারের বিষয়টি আমি ডিসি স্যারকে অবহিত করেছি। স্যার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার পরিবারের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলে জানান ইউএনও।
Leave a Reply