1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা থানা পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার খালেদা জিয়ার মিলাদ ও দোয়া মাহফিলঃ ডাকাতিমুক্ত খুটাখালী ও উন্নয়নের বিকল্প নাম সালাহউদ্দিন আহমেদ মরহুম সাংবাদিক হান্নান শাহ্ পরিবারকে আর্থিক সহযোগিতা করেছেন চকরিয়ার ইউএনও চকরিয়ার সাবেক পৌর মেয়র ও আ’লীগ নেতার পিতার জানাজায় সালাহউদ্দিন আহমদ লামায় যৌথ বাহিনীর অভিযানে সেগুন গাছ জব্দ লামায় চোরাই গরু ও টাকা উদ্ধার মন ভালো রাখার আহ্বানে পালিত হলো বিশ্ব মেডিটেশন দিবস চকরিয়ায় মুমূর্ষু সাংবাদিক হান্নান শাহ’কে আর্থিক সহায়তা দিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তারেক রহমান পেকুয়ায় আসছেন বেগম জিয়ার জানাজায় প্রমাণ হয়েছে তিনি এদেশের মানুষের কত আপনজন ছিলেন — সালাহউদ্দিন আহমদ

খালেদা জিয়ার মিলাদ ও দোয়া মাহফিলঃ ডাকাতিমুক্ত খুটাখালী ও উন্নয়নের বিকল্প নাম সালাহউদ্দিন আহমেদ

  • পোস্টিং সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬

জিয়াউল হক জিয়াঃ

চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে “তিনবারের প্রধানমন্ত্রী,আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য করা মিলাদ ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারী) দুপুর ২টা থেকে আসরের আগ মূর্হুত পর্যন্ত খুটাখালীর হাজীপাড়া জলিলীয়া এবতেদায়ী মাদ্রাসা মাঠে দোয়া মাহফিলটি অনুষ্ঠিত হয়।
আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলটি হাজীপাড়ার বিশিষ্ট মুরব্বি ও সাবেক ইউনিয়ন বিএনপির উপদেষ্টা হাজী আব্দু শুক্কুরের সভাপতিত্বে,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক নাছির উদ্দিন এর সঞ্চালনায়,উদ্বোধক ছিলেন-উপজেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজবাউল হক সোহেল।এতে প্রধান অতিথি ছিলেন-ইউনিয়ন বিএনপির আহবায়ক ছৈয়দ,প্রধান বক্তা ছিলেন-ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আকতার কামাল,বিশেষ অতিথি ছিলেন-ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক সাদেকুর রহমান,আবু তাহের,সদস্য জয়নাল আবেদীন,উপজেলা মহিলা দলের আহবায়ক খালেছা বেগম,কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাবেক আহবায়ক ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক এম রায়হান উদ্দিন,ইউনিয়ন বিএনপির  সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান (শফি মেম্বার),সাবেক দপ্তর সম্পাদক ও বাজার কমিটির সাবেক সভাপতি শফিউল আলম (কালা শফি),মাষ্টার রেজাউল করিম,বিশিষ্ট ব্যবসায়ী ফরিদুল আলম (ফরুক মিয়) ছাত্রদলের আহবায়ক আবুল হাশেম  সহ ওয়ার্ড বিএনপি,যুবদল,ছাত্রদল,ওলামাদল,মহিলাদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।হাজীপাড়ার মহিলা সভাটি স্মরণকালে সেরা সভায় পরিণত হয়েছে।
এছাড়াও ছারিঘোনা,পূর্ব বাক্কুমপাড়া, পূর্ব হাজীপাড়া ও পশ্চিম হাজীপাড়ার হাজারের অধিক মহিলারা মাহফিলে উপস্থিত হয়েছেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বক্তারা বলেন-মামলা-হামলার শিকার হয়ে অবশেষে ঘুম আমাদের প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ।পরে ফ্যাসিস্ট সরকারের বাহিনীরা তাকে মেরে ফেলতে না পেরে ভারতের শিলংয়ে পাঠিয়ে দেন।সেখানে দীর্ঘ ১০ বছর নির্বাসে থেকে আল্লাহ পাক তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেন।ঠিক তেমনিভাবে তারুণ্যের প্রতীক দেশনায়ক তারেক রহমানকেও শারিরীক,মানসিক নির্যাতন চালিয়ে জন্মভূমির এনআইডি পর্যন্ত বাতিল করে পাঠান লন্ডনে।তিনিও দীর্ঘ ১৭বছর নির্বাসে থেকে গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন।পরে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া মারা যান।সেই ফাঁকে আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।সেই নির্বাচনে যদি আমরা,আপনারা ধানের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি।তাহলে চকরিয়া-পেকুয়া উপজেলার উন্নয়নের পাশাপাশি অবহেলিত,নির্যাতিত খুটাখালীর উন্নয়ন তরান্বিত হবে।দীর্ঘ ১৭ বছর খুটাখালীর মানুষ চিংড়ি আর লবণ চাষ করতে গিয়ে আর্থিক,শারিরীক নির্যাতনের শিকার হয়েছি।আমাদের বিশ্বাস,সম্মানজনক ভোটে যদি আমরা সবাই মিলে ধানের শীর্ষে ভোট দিয়ে বিপুল ভোটে নির্বাচিত করতে পারি।তাহলে আমরা ডাকাতি,অস্ত্রধারী সন্ত্রাস থেকে মুক্তি পাব।সালাহউদ্দিন ভাইয়ের দু’নয়ন মানেই খুটাখালীর উন্নয়ন নিশ্চিত।উন্নয়ন চাইলে সালাহউদ্দিন ভাইকে বিজয় করতে হবে।সেই বিজয় মানে উন্নয়ন সুনিশ্চিত এমন প্রতিশ্রুতি দেন বক্তারা।বর্ষা মৌসুমের দুঃখ র্দূদ্দশা বা বিপাকে পড়তে হবে না স্কুল,কলেজ,মাদ্রাসায় পড়ুয়া শিক্ষার্থী,প্রসূতি,বয়োবৃদ্ধ,সাধারণ পথচারীদের যাতায়াতের সুব্যবস্হার নিশ্চিত,তলিয়াঘোনার ব্রীজের ব্যবস্হা সহ ন্যাশনাল পার্কের ঘোষিত এরিয়ার ঘনবসতির উচ্ছেদ আতংক কেটে সুন্দর মত বসবাসের ব্যবস্হার বিকল্প নাম,একমাত্র নাম প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ।উন্নয়ন মানে সালাহউদ্দিন আর সালাহউদ্দিন মানে নিশ্চিত উন্নয়ন,এলাকাতে উন্নয়ন হবেই হবে ইনশাআল্লাহ।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com